করোনা আতঙ্কে রবীন্দ্রনাথও 'একলা', ২৫ বৈশাখ পালন করলেন পুলিশকর্মীরা

Published : May 08, 2020, 05:56 PM ISTUpdated : May 08, 2020, 05:58 PM IST

করোনা আতঙ্কে রবীন্দ্রনাথও 'একলা'। ২৫ বৈশাখের উদযাপনে বজায় থাকল 'দূরত্ব'। শুক্রবার স্বাস্থ্য বিধি মেনে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অনুষ্ঠানের আয়োজন করল পুলিশ। গানে, কবিতায় কবিগুরুকে শ্রদ্ধা জানালেন উর্দিধারীরা। দূরে  দাঁড়িয়ে দেখলেন স্থানীয় বাসিন্দারা।

PREV
16
করোনা আতঙ্কে রবীন্দ্রনাথও 'একলা', ২৫ বৈশাখ পালন করলেন পুলিশকর্মীরা

করোনার আতঙ্ক, লকডাউনে দুর্ভোগ বাড়ছে আমজনতার। বাড়ি থেকে বেরনোর উপায় নেই। রোজগার হারিয়ে চরমে দুর্দশায় দিন কাটছে অনেকেই।

26

এবার কী তবে ২৫ বৈশাখে কবি-প্রণামও স্থগিত থাকবে? মঞ্চ বাঁধা কিংবা জমায়েত নয়, স্রেফ কবিগুরুর ছবি বা প্রতিকৃতিতে মালা দিয়ে রবীন্দ্রজয়ন্তী পালন করার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

36

রাজ্য সরকারের নির্দেশ মেনেই অনুষ্ঠান হল উত্তর দিনাজপুরে। শহরের মার্চেন্টস ক্লাবের মাঠে রবীন্দ্রনাথের জন্মদিন উদযাপন করলেন রায়গঞ্জ থানার পুলিশ আধিকারিকরা।

46

করোনা সতর্কতায় সামাজিক দূরত্ব বজায় থাকল আগাগোড়া। পুলিশকর্মীদের গলায় ছিল উত্তরীয় আর মুখে মাস্ক।

56

সামাজিক দূরত্ব মেনে রবীন্দ্রজয়ন্তী উদযাপন করা হল পশ্চিম মেদিনীপুরেও। গরিব মানুষদের হাতে খাবার তুলে দিলেন  উদ্যোক্তারা।

66

লকডাউনের কারণে এবার শান্তিনিকেতনে ২৫ বৈশাখের অনুষ্ঠান স্থগিত রেখেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। অনুষ্ঠান হয়নি কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়েও। 

click me!

Recommended Stories