এই ৫ জন মরণোত্তর সেনা পদক প্রাপ্পতরা ছাড়া এই বছর এই পুরস্কার পাচ্ছেন আরও যাঁরা -
মেজর অর্চিত গোস্বামী, ৪ ব্যাটালিয়ন প্যারাশুট রেজিমেন্ট (স্পেশাল ফোর্সেস) - ২০১৯-এর ২০ অগাস্ট জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের নির্মূল করায় সাফল্যের জন্য পুস্কৃত করা হবে।
মেজর গুটি বালাজি নিরঞ্জন, আর্মি এভিয়েশন কর্পস - ২০১৯-এর ২৫ এপ্রিল হলদানি-তে প্যারাট্রুপার অভিযানের সময় প্রায় ২০ মিনিটের জন্য একই জায়গায় হেলিকপ্টার ঘোরাফেরা করানোর অনন্য অবদানের জন্য সম্মানিত করা হবে।
মেজর শচীন আন্দোত্রা, ৩১ রাষ্ট্রীয় রাইফেলস (সেনা সার্ভিস কর্পস) - ২০১৯-এর ২১ মে, উপত্যকায় দুজন সন্ত্রাসবাদীকে নির্মূল করার জন্য পুরষ্কৃত হচ্ছেন এই মেজর।
মেজর আমন সিং, ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস (আর্মার্ড কর্পস) - ২০১৯-এর ১০ নভেম্বর নিয়ন্ত্রণ রেখার কাছে ঘনিষ্ঠ লড়াইয়ে এক সন্ত্রাসবাদীকে হত্যার জন্য পদক পাচ্ছেন।
মেজর ক্রুণাল ঠাকরে, ৪৬ রাষ্ট্রীয় রাইফেলস (শিখ রেজিমেন্ট) - ২০১৯-এর ২৩ অক্টোবর একজন সন্ত্রাসবাদীকে নির্মূল করার জন্য পুরস্কৃত হবেন।
ক্যাপ্টেন অভিষেক কতোচ, ৩ রাষ্ট্রীয় রাইফেলস (কর্পস অব ইলেকট্রনিক্স মেকানিকাল ইঞ্জিনিয়ার্স) - ২০১৯-এর ১৬ অক্টোবর এক সন্ত্রাসবাদীকে খতম করা জন্য পুরস্কার পাচ্ছেন।
সুবেদার কে লালডালিয়ানিয়া, ৪২ রাষ্ট্রীয় রাইফেলস (অসম রেজিমেন্ট) - ২০১৯ সালের ২২ অক্টোবর সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের সময় এক সন্ত্রাসবাদীকে নির্মূল করার জন্য এই পদক দেওয়া হবে।
ল্যান্স হাভিলদার পওয়ার বিকাশ বসন্ত, ৪ মারাঠা লাইট ইনফ্যান্ট্রি - নিয়ন্ত্রণরেখার কাছে ৩ সন্ত্রাসবাদীকে হত্যার পুরষ্কার দেওয়া হবে তাঁকে।
নায়েক সুরেন্দ্র সিং রাউতেলা, ১৩ রাষ্ট্রীয় রাইফেলস (কুমাও রেজিমেন্ট) - ২০১৯-এর ২১ মার্চ একটি জনবহুল অঞ্চলে এক সন্ত্রাসবাদীকে খতম ও আরও একজন জঙ্গীকে আটক করার পুরষ্কার পাবেন।
সিপাহী রাজপাল, ১৯ রাষ্ট্রীয় রাইফেলস (আর্টিলারির রেজিমেন্ট) - ২০১৯-এর ১৭ জুন শত্রুদের অবিরাম গুলি বর্ষণ সত্ত্বেও বিপজ্জনকভাবে এগিয়ে গিয়ে তাঁর এক সহযোদ্ধার জীবন বাঁচানোর জন্য এই সম্মানে ভূষিত করা হবে তাঁকে।