দেশে শুরু হয়েছে করোনা সংক্রমণের দ্বিতীয় ওয়েভ। সেই ঢেউতে কুপোকাত রাজধানী দিল্লিও। তাই এক সময়ে করোনায় সুস্থতার হার ৯০ শতাংশে পৌঁছে গেলেও দিল্লিতে নতুন করে বৃদ্ধি পেতে শুরু করেছে সংক্রমণ। এই পরিস্থিতিতে প্রেসক্রিপশন ছাড়াই কোভিড টেস্ট করানোর সিদ্ধান্ত নিল দিল্লি সরকার। তবে সেক্ষেত্রে আধার কার্ড সঙ্গে রাখতে হবে।