বেদ ও অগম-এ পরমশিব-এর বক্তব্য অনুযায়ী এই হিন্দু সংসদে থাকবে পাঁচটি সভা - চিত সভা, রাজা সভা, দেব সভা, কনগ সভা এবং নিত্যানন্দ সভা। বিশ্বজুড়ে হিন্দু আধ্যাত্মিক বিজ্ঞান, রাজনীতি, নীতি নির্ধারণ, সম্পদ বিকাশের মতো কাজ করবে তারা। প্রতিটি সভায় ১,০০৮ জন করে সদস্য থাকবেন।