ছয়মাসের মধ্যেই গঠিত হচ্ছে 'হিন্দু সংসদ', কীভাবে ধর্ষণে অভিযুক্ত গডম্যান গড়ে তুললেন আপন দেশ

এর আগে জানিয়েছিলেন 'হিন্দু দেশ' কৈলাস স্থাপন করেছেন তিনি। তারপর দিন দুয়েক আগে সেই দেশের মুদ্রা প্রকাশ করে 'রিজার্ভ ব্যাঙ্ক' তৈরির কথাও ঘোষণা করেছিলেন পলাতক ধর্মগুরু নিত্যানন্দ। এরপর আরও এক বড় ঘোষণা করলেন তিনি। জানালেন আগামী ছয় মাসের মধ্যে একটি হিন্দু সংসদ গঠন করবেন তিনি।

 

amartya lahiri | Published : Aug 24, 2020 1:28 PM IST / Updated: Aug 27 2020, 02:39 PM IST

17
ছয়মাসের মধ্যেই গঠিত হচ্ছে 'হিন্দু সংসদ', কীভাবে ধর্ষণে অভিযুক্ত গডম্যান গড়ে তুললেন আপন দেশ

অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি বলেছেন 'গণপতির অনুগ্রহে হিন্দু ধর্মের ভিত্তিতে' তিনি একটি হিন্দু সংসদ প্রতিষ্ঠা করতে চান। বিশ্বের বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠনগুলি পরিচালনার জন্য একটি মডেল সরকার প্রতিষ্ঠা করতে চলেছেন।

 

27

এর জন্য ছয় মাস মতো সময় লাগতে পারে বলে জানিয়েছেন স্বঘোষিত গডম্যান। তাঁর প্রত্যাশা ২০২১ সালের জানুয়ারি মাসের মধ্যেই এই কাজটি শেষ করে ফেলতে পারবেন।

 

37

বেদ ও অগম-এ পরমশিব-এর বক্তব্য অনুযায়ী এই হিন্দু সংসদে থাকবে পাঁচটি সভা - চিত সভা, রাজা সভা, দেব সভা, কনগ সভা এবং নিত্যানন্দ সভা। বিশ্বজুড়ে হিন্দু আধ্যাত্মিক বিজ্ঞান, রাজনীতি, নীতি নির্ধারণ, সম্পদ বিকাশের মতো কাজ করবে তারা। প্রতিটি সভায় ১,০০৮ জন করে সদস্য থাকবেন।

 

47

এই স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে অবশ্য ধর্ষণের মতো গুরুতর অভিযোগ রয়েছে। ২০১৯ সালের অক্টোবরে তিনি ভারত ছেড়ে পালিয়েছিলেন বলে মনে করা হয়।

 

57

এরপর ২০১৯ সালের ডিসেম্বরে নিত্যানন্দ তাঁর নিজের হিন্দু দেশ কৈলাস-এর ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা ঘোষণা করেছিলেন। সম্প্রতি তিনি সেই দেশের জন্য বিনামূল্যে ই-পাসপোর্ট এবং নিখরচায় ই-নাগরিকত্বও চালু করেছেন।

 

67

কর্তৃপক্ষের ধারণা, লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের উপকূলের কাছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত কোনও দ্বীপে আশ্রয় নিয়েছেন নিত্যানন্দ।

 

77

শনিবার এই স্ব-ঘোষিত গডম্যান গণেশের পায়ে সমর্পন করে কৈলাসের রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রার উন্মোচন করেছিলেন।

 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos