কেরালার কোঝিকোড়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞদের দু'টি দল গঠন করল কেন্দ্রীয় সরকার। শুক্রবার রাত পৌনে ৮টা নাগাদ অবতরণের সময় পিছলে গিয়ে দু’টুকরো হয়ে যায় এয়ার ইন্ডিয়ার বিমানটি। ঘটনাটি ঘটে কেরলের কোঝিকোড়ের কারিপুর বিমানবন্দরে। দুই পাইলট-সহ এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর মিলেছে। জখম শতাধিক ব্যক্তি। এর মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। মৃত যাত্রীর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।