মো ধালিওয়াল
কানাডার বাসিন্দা। সেখান থেকেই সমর্থন জানিয়ে যাচ্ছেন দিল্লির উপকণ্ঠে চলা কৃষক আন্দোলনকে। তবে মো ধালিওয়াল খালিস্তানি আন্দোলনের সক্রিয় কর্মী। গ্রেটা থুনবার্গ যে টুলকিটটি শেয়ার করেছিলেন সেটি মো ধালিয়ালের তৈরি বলেই দাবি তদন্তকারীদের। দিল্লির কৃষক আন্দোলনই শেষ নয়, এটা শুরু। এমনই বলতে শোনা গেছে মো ধালিয়ালকে।