বাংলার দুই বীর সন্তান বাবলু সাঁতরা ও সুদীপ বিশ্বাস-সহ সারা দেশ জুড়ে উত্তরপ্রদেশে ১২, রাজস্থানে ৫, পাঞ্জাব ৪, উত্তরখন্ডের ২, ওড়িশার ২ , বিহার,মহারাষ্ট্রে ২, অসম, কেরল, তামিলনাড়ু, কর্নাটক, ঝাড়খন্ড, মধ্যপ্রদেশ, জম্মু-কাশ্মীর, হিমাচলের থেকে ১ জন জওয়ান শহীদ হয়েছেন এই হামলায়।