ভারতে ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মারণ রোগে আক্রান্ত হয়েছে এক হাজারেরও বেশি মানুষ। মারা গিয়েছেন ২৩ জনের বেশি। যার ফলে দেশে মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়ে গিয়েছে। আক্রান্তের সংখ্যা পেরিয়ে গিয়েছে ১৩ হাজারের গণ্ডি। দেশে বর্তমানে করোনার অ্যাকটিভ কেস রয়েছে ১১,২০১। এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ১৭০টি হটস্পট জেলার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। যাতে অন্তর্ভুক্ত রয়েছে দেশের ৬টি মহানগর ও বেশিরভাগ বড় শহরগুলি। তালিকায় ১২৩টি জেলাকে 'বৃহৎ সংক্রামিত এলাকা' হিসাবে চিহ্নিত করা হয়েছে। যারমধ্যে রয়েছে দিল্লির ৯টি জেলা।