শিব ভৈরব শিবের উগ্র মূর্তি। ট্রিকা পদ্ধতিতে ভৈরব সর্বোচ্চ বাস্তবতার প্রতিনিধিত্ব করে। পরব্রহ্মের সমার্থক। হিন্দুধর্মে, ভৈরবকে দণ্ডপানি বলা হয়। এই মূর্তির হাতে একটি দণ্ড রয়েছে। এই দণ্ড বর্জনকারীদের শাস্তি দিতে ব্যবহার করা হয়েছে। আর মূর্তির গায়ে শোভা পাচ্ছে একটি মুণ্ডমালা। সাধারণত শিবের এই ধরনের মূর্তি দেখতে পাওয়া যায় না।