প্রতি বছরই এপ্রিল থেকে মে মাসের মধ্যে ছ' মাসের জন্য খোলা হয় গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ এবং বদ্রিনাথ মন্দির৷ মহাশিবরাত্রির দিন তীর্থ ভ্রমণের সময়কাল ঠিক করা হয়। এই কাজ করতে হিন্দু প্রথা মেনে সেখানে উপস্থিত থাকেন ভীমশংকর শিবলিঙ্গের রাওয়াল, ওমকারেশ্বর মন্দিরের পুরোহিত-সহ বেশ কয়েকজন।