সকালেই প্রকাশ্যে আসে বিকাশ দুবের এনকাউন্টারের খবর। পালাতে গিয়ে পুলিশের হাতে জখম হয় গ্যাংস্টার বিকাশ দুবে। পরে, তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। গত ৩ জুলাই গুলির লড়াইয়ে ৮ পুলিশকর্মীর মৃত্যুর পরে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় ক্ষোভের আগুন জ্বলছিল।এমনকি, নিহতদের পরিবারের সদস্যদের অনেকেও খোলাখুলি উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন। শুক্রবার পুলিশি এনকাউন্টারে বিকাশ দুবের মৃত্যুর ঘটনা সামনে আসার পরে তাঁরা যোগী আদিত্যনাথ সরকারকে সাধুবাদ জানিয়েছেন। কানপুরের রাস্তায় জড়ো হয়ে পুলিশের নামে জয়ধ্বনি দিয়েছেন সাধারণ মানুষও। কিন্তু গ্যাংস্টারের মৃত্যু ঘিরে উঠে আসছে অনেক প্রশ্ন।