মুখ পুড়ল উত্তরপ্রদেশ পুলিশের
বিকাশ গ্রেফতারি হয়ে থাক, কিংবা আত্মসমর্পণ করুক - মুখ পুড়েছে উত্তপপ্রদেশ পুলিশের। গত ৭দিন ধরে তারা তন্ন তন্ন করে খুঁজেছে বিকাশ-কে। এমনকী গত মঙ্গলবার রাতে ফরিদাবাদের এক হোটেলের সিসিটিভি ফুটেজে বিকাশকে দেখতে পেয়ে সেখানে হানা দিয়েছিল পুলিশ। কিন্তু, ঠিক ফাঁক গলে পালিয়েছিল সে। তারপর থেকে তারা নজরদারি চালাচ্ছিল দিল্লির আশপাশে এবং নেপাল সীমান্তে। কিন্তু, বিকাশের দেখা মিলল সম্পূর্ণ অন্য জায়গায়। যোগী আদিত্যনাথের পুলিশের চোখ এড়িয়ে সে সীমান্ত পেরিয়ে মধ্যপ্রদেশে পৌঁছল কীভাবে তাই নিয়েও প্রশ্ন উঠছে।