আরজেডি, কংগ্রেস ও বামদলগুলির মহাজোটের প্রার্থীদের ৫৮ শতাংশ কোটিপতি। আর বিজেপি, জেডিইউ-এর এনডিএ জোটের প্রার্থীদের মধ্যে কোটিপতির সংখ্যা ৬০ শতাংশ। এই তালিকায় মনোরমা দেবীর পরই রয়েছে ঔরঙ্গাবাদ জেলার কুটুম্বা আসনের কংগ্রেস প্রার্থী রাজেশ কুমার (৩৩.৬ কোটি টাকা) আর নওয়াদা আসনের জেডি (ইউ) প্রার্থী কুশল যাদব (২৬.১৩ কোটি টাকা)-এর নাম।