বর্তমানে বিয়েকে কেন্দ্র করে তরুণ দম্পতিদের ফটোশুট একটা সামাজিক ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। কেউ করছে প্রিওয়েডিং ফটোশুট, কেউ পোস্ট-ওয়েডিং - তারপর সেইসব ছবি শোভা পাচ্ছে সোশ্যাল মিডিয়ার পাতায়। এই ফটোশুট করতে গিয়েই কেরলের এক দম্পতি রীতিমতো নীতি পুলিশের ডান্ডার বাড়ি খেলেন। শুরু হয়েছিল অনলাইনে ট্রোলিং দিয়ে, তারপর পাড়া-প্রতিবেশী থেকে দূর সম্পর্কের আত্মীয়, সবাই বলে উঠলেন ছিঃ। শুনতে হল 'জামা-কাপড় পরা আছে তো'র মতো কুরুচিকর প্রশ্ন, মন্তব্য।