অন্যদিকে মধ্যপ্রদেশে সিন্ধিয়ার পর রাজস্থানের তরুণ কংগ্রেস নেতা শচীন পাইলটকে দলে নিকে আগ্রহীই ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, এমনটাই জানা গিয়েছে। কিন্তু, বসুন্ধরা রাজের বিরুদ্ধে যেতে পারেননি তাঁরা। কারণ, বসুন্ধরার সঙ্গেই রাজস্থানের বিজেপির অধিকাংশ বিধায়কের সমর্থন ছিল। তাই শচীন কংগ্রেসে ফেরার পরই অনাস্থায় সক্রিয় হল রাজস্থান বিজেপি।