অবশেষে রাজস্তানের অশোক গেহলট-এর নেতৃত্বাধীন কংগ্রেস সরকার-এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিজেপি। বৃহস্পতিবার রাজস্থানের বিজেপি নেতা গুলব চাঁদ কাটারিয়া জানিয়েছেন শুক্রবারই রাজস্তান বিধানসভায় বর্তমান সরকারের বিরুদ্ধে অনাস্থ প্রস্তাব আনা হবে। এদিকে, 'ঘর ওয়াপসি'র পর এদিনই প্রথমবার অশোক গেহলট-এর সঙ্গে বৈঠকে বসছেন বিদ্রোহী কংগ্রেস নেতা শচীন পাইলট। কাজেই এত দেরী কেন করলেন বসুন্ধরা রাজে, তাই নিয়ে অনেকেই বিস্মিত।