সেতুটি ধসে যাওয়ার ফলে রাস্তা আটকে অনেকেই বিভিন্ন স্থানে আটকে পড়েছিলেন। বিআরও-র এই বিস্ময়কর কীর্তিতে তাঁরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। এছাড়া, সেতুটি বন্ধ হয়ে যাওয়ার ফলে, কাশ্মীর উপত্যকায় বেশ কিছু প্রয়োজনীয় পণ্য ও খাদ্য সামগ্রীর মজুতেও টান পড়েছিল গত কয়েকদিনে। এদিনের পর সেই সঙ্কটও কাটল।