বিশেষজ্ঞদের দাবি যাঁরা সুস্থ হওয়ার সপ্তাহ খানেক পর ফের করোনা পজিটিভ হিসাবে সনাক্ত হচ্ছেন, তাঁরা সম্ভবত প্রথমবারেই সম্পূর্ণ ভাইরাস মুক্ত হননি। হয় তাঁরা আগের ভাইরাসেই ফের আক্রান্ত হয়েছেন অথবা পরীক্ষায় মূল সংক্রমণের অবশিষ্টাংশই সনাক্ত হয়েছে। কারণ, একই রকম অন্যান্য ভাইরাসের ক্ষেত্রে গবেষণায় দেখা গিয়েছে যে প্রথমবার আক্রান্ত হওয়ার তিন মাস থেকে এক বছর পরও তাঁরা প্রথম সংক্রমণেই ফের অসুস্থ হয়ে পড়েছেন। তবে, অনেক ক্ষেত্রে পরীক্ষায় ভুলের জন্য়ও ফল ইতিবাচক আসতে পারে।