দেশের বিভিন্ন শিল্পের মতোই করোনার হানায় বিপর্যস্ত হয়ে পড়েছে আবাসন শিল্প। ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এই শিল্পের সঙ্গে যুক্ত সংশ্লিষ্টরা। বেকার হয়ে পড়েছেন লাখ লাখ শ্রমিক। উদ্যোক্তারা চোখে দেখছেন অন্ধকার। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, ক্ষতি করে কিংবা দামের দামে তৈরি ফ্ল্যাট বেচে দিচ্ছেন শিল্পপতিরা। গত এপ্রিল থেকে জুনের মধ্যে দেশের সেরা ৮ শহরে ৭৯ শতাংশ কমেছে বাড়ি বিক্রি। এমন আশঙ্কার খবরই শুনিয়েছে রিয়েল এস্টেটে দালালির সঙ্গে যুক্ত সংস্থা প্রোপাইগার।