দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৫ লক্ষ পার করেছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১ লক্ষের বেশি। এই অবস্থায় মারাত্মক ছোঁয়াচে এই জীবানুর বিরুদ্ধে লড়াই করার জন্য প্রতিষেধকের প্রতীক্ষায় রয়েছে গোটা দেশ। দেশের মানুষের উদ্বেগ কমিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন আগামী বছর জুলাই মাসের মধ্যেই করোনাভাইরাসের প্রতিষেধক বিলি করা হবে।