বৃহস্পতিবার ভোরে আবহাওয়াবিদদের পূর্বাভাস মতোই অতি গুরুতর ঘূর্ণিঝড় নিভার পুদুচেরির কাছে স্থলভাগে প্রবেশ করল। জানা গিয়েছে বুধবার রাত সাড়ে ১১ টা নাগাদ শুরু হয়েছিল নিভার-এর ল্যান্ডফল। বৃহস্পতিবার ভোর আড়াইটায় ঝড়ের কেন্দ্রটি তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলীয় এলাকা থেকে স্থলভাগের অভ্যন্তরে এগিয়ে যায়। তবে স্থলভাগে প্রবেশের সঙ্গে সঙ্গে তার ব্য়াপক শক্তিক্ষয় হয়েছে। অতি গুরুতর ঘূর্ণিঝড় থেকে নিভার এখন গুরুতর ঘূর্ণিঝড়। এই ঘুর্ণিঝড় যতটা ক্ষয়ক্ষতি করবে বলে আশঙ্কা করা হয়েছিল, কার্যক্ষেত্রে ততটা ক্ষতি হয়নি।