আমফান হয়ে উঠল কি সাইক্লোন নিভার, কী অবস্থা তামিলনাড়ু-পুদুচেরির - দেখুন ছবিতে ছবিতে

বৃহস্পতিবার ভোরে আবহাওয়াবিদদের পূর্বাভাস মতোই অতি গুরুতর ঘূর্ণিঝড় নিভার পুদুচেরির কাছে স্থলভাগে প্রবেশ করল। জানা গিয়েছে বুধবার রাত সাড়ে ১১ টা নাগাদ শুরু হয়েছিল নিভার-এর ল্যান্ডফল। বৃহস্পতিবার ভোর আড়াইটায় ঝড়ের কেন্দ্রটি তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলীয় এলাকা থেকে স্থলভাগের অভ্যন্তরে এগিয়ে যায়। তবে স্থলভাগে প্রবেশের সঙ্গে সঙ্গে তার ব্য়াপক শক্তিক্ষয় হয়েছে। অতি গুরুতর ঘূর্ণিঝড় থেকে নিভার এখন গুরুতর ঘূর্ণিঝড়। এই ঘুর্ণিঝড় যতটা ক্ষয়ক্ষতি করবে বলে আশঙ্কা করা হয়েছিল, কার্যক্ষেত্রে ততটা ক্ষতি হয়নি।

 

amartya lahiri | Published : Nov 26, 2020 5:41 AM IST
119
আমফান হয়ে উঠল কি সাইক্লোন নিভার, কী অবস্থা তামিলনাড়ু-পুদুচেরির - দেখুন ছবিতে ছবিতে

সাইক্লোন নিভারের কেন্দ্র তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলীয় এলাকার উপর দিয়ে চলে যাওয়ার পরই কাজে নেমে পড়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। হাত লাগিয়েছেন ধারণ মানুষও।

219

তামিলনাড়ু এবং পুদুচেরির বিভিন্ন অংশে অবিচ্ছিন্ন বৃষ্টিপাত এবং প্রবল বাতাস দেখা যাচ্ছে।

319

রাস্তাঘাটে এদিন সকাল থেকে বিশেষ যানবাহও দেখা যাচ্ছে না।

419

অনেক জায়গাতেই জল জমে গিয়েছে।

519

গাছ পড়ে বন্ধ হয়ে গিয়েছে বেশ কয়েকটি রাস্তা।

619

তাপমাত্রাও একলাফে কমে গিয়ে ঠেকেছে ২১ ডিগ্রিতে।

719

ঝড়ের কেন্দ্রটি স্থলভাগের ভিতরের দিকে চলে গেলেও এখনও উপকূলীয় অঞ্চলে প্রবল জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে।

819

তামিলনাড়ু রাজ্যে এদিন ছুটি ঘোষণা করা হয়েছে।

919

বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে গাছ কেটে রস্তা পরিষ্কার করার পালা।

1019

এখনও গভীর সমুদ্রে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি রয়েছে।

1119

বহু জায়গাতেই টিনের চাল উড়ে গিয়ে বিপদ ঘটিয়েছে।

1219

সাইক্লোন নিভার বয়ে যাওয়ার পর বহু এখন যুদ্ধকালীন তৎপরতায় চলছে স্বাভাবিক ছন্দে ফেরার কাজ।

1319

তবে তামিলনাড়ু ও পুদুচেরির বিভিন্ন জায়গাতেই এখনও রাস্তা গাছ পড়ে বন্ধ হয়ে রয়েছে।

1419

লাইনে জল জমে গিয়ে রেল পরিষেবাও ব্যহত হয়েছে। 

1519

পরিবহন না থাকলেও জল ঠেলেই প্রয়োজনীয় কাজে বের হতে হয়েছে কিছু মানুষকে। তবে সংখ্যাটা নেহাতই হাতে গোনা।

1619

অনেক বসতবাড়িতেও একতলা ডুে গিয়েছে জলের তলায়।

1719

ঝড়ে আহত মানুষদের দ্রুত হাসপাতালে নিযে যাওয়া হয়েছে।

1819

বেলা বাড়তে জল ঠেলেই শুরু হয়েছে যাতায়াত।

1919

তবে বহু এলাকাই এখনও বিচ্ছিন্ন।

Share this Photo Gallery
click me!

Latest Videos