গুজরাতের উপকূলে রাতে ৮টা ৩০ মিনিট নাগাদ আছড়ে পড়েছিল তাউতে। সেই সময় সেখানে ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫৫-১৬০ কিলোমিটার। প্রবল ঝড়ে প্রায় লন্ডভন্ড হয়ে যায় গুজরাটের বিস্তীর্ণ এলাকা। গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতের অন্ধকারেই কাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা। রাতেই গাছ কেটে রাস্তা পরিষ্কার করা হয়।