Cyclone Tauktae: কলকাতা থেকে গুজরাতের উদ্দেশ্যে NDRF, দেখুন ছবিতে

প্রবল বেধে ধেয়ে আসছে ঘূর্ণীঝড় তাউতে। মঙ্গলবার আছড়তে পড়তে পারে গুজরাটের উপকূলে। এই ঝড় ভয়ঙ্কর বলেও জানিছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে কলকাতা থেকে  গুজরাতের উদ্দেশ্যে রওয়ান দিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দ্বিতীয় ব্যালালিয়নের েক কোম্পনি জওয়ান। 

Asianet News Bangla | Published : May 16, 2021 3:53 PM IST

16
Cyclone Tauktae:  কলকাতা থেকে গুজরাতের উদ্দেশ্যে NDRF, দেখুন ছবিতে

ঘূর্ণী ঝড় তাউতে আছড়ে পড়তে পারে গুজরাতের উপকূলে। সঙ্গে হতে পারে প্রবল  ঝড় ও বৃষ্টি। এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের পাশে দাঁড়াতে পৌঁছে যাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরেফ। 
 

26

রবিবার কলকাতার নেতাজী সুভাষ বিমান বন্দর থেকে বায়ুসেনার বিশেষ বিমাব এএন-৩২তে চড়ে গুজরাতের উদ্দেশ্যে রওয়ান দেয়। 
 

36

 এনডিআরএফ-র দ্বিতীয় ব্যাটালিয়নের এক কোম্পনি জওয়ান গুজরাতর উদ্দেশ্যে রওয়ান দিয়েছে। এই বাহিনীর জওয়ানরা মূলত আমেদাবাদ উপকূলের দায়িত্বে থাকবেন। 

46

ঘূর্ণীঝড় তাউতে বিধ্বস্ত এলাকার মানুষের পাশে দাঁড়াবেন এই  জওয়ানরা। উদ্ধার করবেন আর পৌঁছে দেবেন প্রয়োজনীয় ত্রাণ। 
 

56

বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই জওয়ানরা এদিনই আমেদাবাদ উপকূলের উদ্দেশ্যে রওয়ান দেন। 
 

66

আবহাওয়া দফতর জানিয়েছেন গুজরাতের পোরবন্দর ও মহুয়া উপকূলের মধ্যে মঙ্গলবার ভোরবেলা আছড়ে পড়তে পারে তাউতে। 

Share this Photo Gallery
click me!
Recommended Photos