একবছর আগে সরাসরি বাংলায় আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমফান। আর একদিন আগে ওড়িশার বালাসোরে টর্পেডোর মতো আঘাত হেনেছে আরও এক ভয়ঙ্কর ঘুর্ণিঝড়, যশ (Cyclone Yaas)। খাতায় কলমে যদিও এবারের ঘূর্ণিঝড়টি আমফানের থেকে পিছিয়ে, কিন্তু, সমস্য়া হল, এবার তার দোসর ছিল ভরা কোটাল। তাই ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূল জুড়ে জায়গায় জায়গায় এখন হয় ধ্বংসের ছবি। আর নাহলে যতদূর চোখ যাচ্ছে শুধু জল আর জল। ছবিতে ছবিতে ধরা পড়ল বিপর্যয়ের সর্বনাশ -