Cyclone Yaas - চারিদিকে শুধু ধ্বংস আর যতদূর চোখ যায় জল, ছবিতে ছবিতে বিপর্যয়

একবছর আগে সরাসরি বাংলায় আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমফান। আর একদিন আগে ওড়িশার বালাসোরে টর্পেডোর মতো আঘাত হেনেছে আরও এক ভয়ঙ্কর ঘুর্ণিঝড়, যশ (Cyclone Yaas)। খাতায় কলমে যদিও এবারের ঘূর্ণিঝড়টি আমফানের থেকে পিছিয়ে, কিন্তু, সমস্য়া হল, এবার তার দোসর ছিল ভরা কোটাল। তাই ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূল জুড়ে জায়গায় জায়গায় এখন হয় ধ্বংসের ছবি। আর নাহলে যতদূর চোখ যাচ্ছে শুধু জল আর জল। ছবিতে ছবিতে ধরা পড়ল বিপর্যয়ের সর্বনাশ -

 

amartya lahiri | Published : May 27, 2021 5:02 PM IST / Updated: May 28 2021, 02:39 PM IST
115
Cyclone Yaas - চারিদিকে শুধু ধ্বংস আর যতদূর চোখ যায় জল, ছবিতে ছবিতে বিপর্যয়

বন্যা-প্লাবিত গ্রামে উদ্ধার কাজে ভারতীয় সেনাবাহিনী।

 

215

বন্যার জলে আটকে পড়া গ্রামবাসীদের রাবারের ডিঙিতে করে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।

 

315

আরাধ্য প্রভু জগন্নাথ-এর বিগ্রহ রক্ষার মরিয়া চেষ্টা।

 

415

আপাতত নিরাপদ আশ্রয়ে, ফেলে আসা গ্রামে কি আর কিছু অবশিষ্ট থাকবে?

 

515

শেষ সম্বল নিয়ে নিরুদ্দেশে পাড়ি।

 

615

যতটুকু বাঁচানো গিয়েছে।

 

715

মাঝে জেগে একটি মাত্র বাড়ি, বাকি সবটাই জলাকার।

 

815

গঙ্গার জল উঠে বানভাসী কলকাতাও।

 

915

যেন কোনও দানব চলে গিয়েছে।

 

1015

সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিষেধ। কিন্তু, সমুদ্রই ঘরের কাছে চলে এসেছে। তাই বিপর্যয়েই সুযোগ বুঝে সাগর উপচানো জলে মাছ ধরতে ব্যস্ত মৎসজীবিরা।

 

1115

শঙ্করপুরের সাজানো সৈকত এখন ধ্বংসস্তূপ।

 

1215

কোথাকার গাড়ি কোথায় ভেসে এসেছে, ঝড়ই তার খবর জানে।

 

1315

জলের তোড়ে ভেসে গিয়েছে বাড়ির দেওয়াল।

 

1415

উপকূলের গ্রামের পর গ্রাম একইরকম জল-ছবি।

 

1515

শহর কলকাতারও বহু জায়গার এখনও জমে রয়েছে জল।

 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos