শারীরিক গঠনটাই তার সব। সেটিকে ধরে রাখতে গ্রেট খালি, রুটি বা কুকিজের মতো খাদ্য এড়িয়ে চলেন। একটি সুষম খাদ্যতালিকা অনুসরণ করেন তিনি। তাতে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন এবং স্বাস্থ্যকর চর্বি থাকে বেশি। কফি, দই এবং আইসক্রিমও থাকে না তার খাদ্যতালিকায়।