হিমাচল প্রদেশের ছোট্ট শহর সিরমৌর থেকে সারা বিশ্বের ক্রীড়া-বিনোদনের সর্বশ্রেষ্ঠ মঞ্চ ডব্লুডব্লুই (WWE)রেসলিং রিংয়ে পৌছে গিয়েছিলেন দিলীপ সিং রানা। রিংয়ে যিনি পরিচিত 'দ্য গ্রেট খালি' নামে। তিনিই ছিলেন ডব্লুডব্লুইয়ের সর্বোচ্চ মঞ্চে অংশ নেওয়া প্রথম ভারতীয়। অনুপ্রাণিত করেছেন ভারতের আরও অনেক ক্রীড়াবিদরকে। তবে গ্রেট খালির চেহারাটাই এমন যে তিনি ডব্লুডব্লুই-তে না গেলেও কারোর তাকে চিনতে অসুবিধা হতো না। কখনও ভেবে দেখেছেন ওই বিশাল চেহারা ধরে রাখার জন্য কাী খাবার খান খালি? আসুন জেনে নেওয়া যাক -