এ দিনের বৈঠকে অভিনেতা তথা ফিটনেস ফ্রিক মিলিন্দ সোমন বলেন, যদি একজনের মানসিক জোর থাকে, তাহলে ১০০ কিলোমিটার হাঁটাটা খুব কঠিন কোনও কাজ নয়। ফিটনেস কোনও সীমা জানে না। তাঁর কথায়, 'ফিট থাকার জন্য কারও অনেকটা জায়গা বা জিম থাকতেই হবে, এমন কোনও ব্যাপার নেই। তাঁরা এ সব ও এনার্জি ড্রিংক ছাড়াই মানুষ ফিট থাকতে পারে।'