৪০ বছরে রেকর্ড বৃষ্টি, রায়গড়ে মৃত বেড়ে ৪৪ - ভয়াবহ বন্যায় বেহাল মহারাষ্ট্র, দেখুন

গত কয়েকদিনের বিশেষ করে গত ২৪ ঘন্টার অবিরাম বৃষ্টিপাতে বিপর্যস্ত মহারাষ্ট্র। রাজ্যের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা গিয়েছে। তিনটি জেলা ইতিমধ্য়েই দলের তলায়, আরও দুটি জেলায় বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। গত ৪০ বছরের মধ্যে জুলাই মাসে মহারাষ্ট্রে এত বৃষ্টি হয়নি।

 

amartya lahiri | Published : Jul 23, 2021 5:26 PM IST / Updated: Jul 23 2021, 10:58 PM IST

110
৪০ বছরে রেকর্ড বৃষ্টি, রায়গড়ে মৃত বেড়ে ৪৪ - ভয়াবহ বন্যায় বেহাল মহারাষ্ট্র, দেখুন

রত্নাগিরি, রায়গড়, কোলাপুর জেলা বন্যা কবলিত। আর সাঙ্গলি ও অমরাবতী জেলা বন্যা-পরিস্থিতির মুখোমুখি।

 

210

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মুম্বই থেকে আড়াইশ কিলোমিটার দূরে রত্নগিরি জেলার উপকূলীয় শহর চিপলুনের ৫০ শতাংশেরও বেশি এলাকা বন্যার জলে ডুবে গিয়েছে।

 

310

অন্যদিকে রায়গড় জেলায় ভয়াবহ ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪। বেশ কয়েকজন এখনও নিখোঁজ। অন্তত ২০ থেকে ২৫ জন মানুষ কাদা মাটির নিচে আটকে আছেন বলে অনুমান করা হচ্ছে।

 

410

মুম্বই, পার্শ্ববর্তী থানে ও পালঘর এবং কোঙ্কন অঞ্চলের অন্যান্য জেলাতে গত কয়েকদিন ধরে ভারী বর্ষণ হচ্ছে। মুম্বইয়ের গোবন্দি এলাকায় একটি ভবন ধসে পড়ে ৭ জনের মৃত্যু হয়েছে এবং ৩ জন আহত হয়েছেন।

510

ভয়াবহ বন্যার কারণে মুম্বই-গোয়া হাইওয়েতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

 

610

শুক্রবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সাতরা জেলার মহাবালেশ্বরে ৫৯৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা আবহাওয়া দফতরের মতে ওই জায়গার একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের সর্বকালীন রেকর্ড।

 

710

আগামী কয়েকদিনেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে, আবহাওয়া বিভাগ মহারাষ্ট্রের কয়েকটি অঞ্চলে লাল এবং কমলা সতর্কতা জারি করেছে।

 

810

উদ্ধার ও ত্রাণ সরবরাহের জন্য নৌবাহিনীকে ডাকা হয়েছে।

 

910

জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-র ১৮টি দলও কোঙ্কন অঞ্চলে উদ্ধারকার্যে মোতায়েন করা হয়েছে।

 

1010

শুক্রবার বিকালে এসে গিয়েছে সেনাবাহিনীও।

 

Share this Photo Gallery
click me!
Recommended Photos