সোনা কেনার সুবর্ণ সুযোগ, রেকর্ড ছুঁয়ে দাম কমল আড়াই হাজার টাকারও বেশি

পরপর দুদিন দাম কমল সোনার। বৃহস্পতিবার অর্থাৎ ২৬শে অগাষ্ট দাম কমার পর শুক্রবারও রেকর্ড হারে পতন হল সোনার দামে। বৃহস্পতিবার সোনার দাম কমেছে হাজার টাকারও বেশি। আর শুক্রবার সোনার দাম পড়ল আরও নীচে। ফলে সাধ মিটিয়ে কিছুটা কেনাকাটা হয়তো সম্ভব এবার।  

Parna Sengupta | Published : Aug 27, 2021 10:18 AM IST
110
সোনা কেনার সুবর্ণ সুযোগ, রেকর্ড ছুঁয়ে দাম কমল আড়াই হাজার টাকারও বেশি

শুক্রবার দেশ জুড়ে সোনার দাম নেমেছে আড়াই হাজার টাকারও নিচে। যা সত্যিই এযাবতকালের মধ্যে রেকর্ড। ফলে বেশ খুশি ক্রেতারা। 

210

সোনার দাম অনেকটা কমায় বিক্রি বাড়বে, আশা করছেন বিক্রেতারা। ফলে পুজোর আগে কিছুটা হলেও লাভের মুখ তাঁরা দেখতে পাবেন বলে আশায় বুক বাঁধছেন তাঁরা। 

310

শুক্রবার দেশ জুড়ে সোনার দাম কমেছে ২৭০০ টাকা। প্রতি ১০০ গ্রাম সোনায় এই দাম কমেছে বলে সূত্রের খবর। ফলে সাধ মিটিয়ে কিছুটা কেনাকাটা হয়তো সম্ভব এবার।  

410

২২ ক্যারেটের সোনার ১০ গ্রামের দাম কমেছে ২৭০ টাকা। কারণ এদিন আন্তর্জাতিক বাজারে সোনার দাম স্থিতিশীল ছিল।

510

স্পট গোল্ড ০.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৭৯৩.৬৮ ডলার প্রতি আউন্স, ইউএস গোল্ড ফিউচার ০.১ শতাংশ বেড়ে ১৭৯৬.৭০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

610

মুম্বাইয়ে ২২ ক্যারেটের ১০ গ্রাম প্রতি সোনার দাম ৪৬,২২০ টাকা। চেন্নাইতে ২২ ক্যারেটের ১০ গ্রাম প্রতি সোনার দাম ৪৪,৫৬০ টাকা 

710

দিল্লিতে ২২ ক্যারেটের ১০ গ্রাম প্রতি সোনার দাম ৪৬,৩৫০ টাকা। কলকাতাতে ২২ ক্যারেটের ১০ গ্রাম প্রতি সোনার দাম ৪৬,৬০০ টাকা।

810

বিশ্ব বাজারে সোনার দামের পতন। তার কারণে ভারতেও সোনার দাম হুড়মুড়িয়ে পড়েছে। আগামী দিনে নাকি আরও কমতে পারে সোনার দাম তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

910

অথচ দুদিন আগেই চড়চড়িয়ে বাড়ে ১০ গ্রাম সোনার দাম। গত  কয়েকদিনে সোনার দাম কমায় মধ্যবিত্তের মুখে হাসি ফুটেছিল। কিন্তু ফের দাম বাড়ে সোনার। তবে ফের কয়েকদিনের মধ্যে একলাফে অনেকটা বেড়ে গেল সোনার দাম।

1010

গত বছর অগাষ্টে সোনার দাম ছিল ৫৬, ২০০ টাকা। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। এমসিএক্স সূচক অনুযায়ী সোনার দাম বর্তমানে ৪৮,২৭৮ টাকা ট্রেন্ড করছে, যা রেকর্ড দামের চেয়ে অনেকটাই সস্তা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos