স্থানীয় এক ব্যবসায়ী তৈরি করেছেন এই ইগলু ক্যাফে। উপত্যকায় এটি প্রথম এই জাতীয় ক্যাফে। ক্যাফেটি তৈরি করেছেন ওয়াসিম শাহ। তিনি বলছেন স্থানীয় পর্যটকদের নতুন অভিজ্ঞতা দিতেই তাঁর এই উদ্যোগ। তিনি আরও জানিয়েছেন সুইটজারল্যান্ড, কানাডাসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে এজাতীয় ক্যাফে রয়েছে। আর সেখান থেকেই এই ক্যাফে তৈরি পরিকল্পনা করেন তিনি।