জিনপিং-কে নিয়ে মোদীর মামাল্লাপুরম সফর, আপনিও ছুঁয়ে দেখুন ইতিহাসকে

Published : Oct 11, 2019, 12:51 PM ISTUpdated : Oct 11, 2019, 01:42 PM IST

চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-কো নিয়ে তামিলনাড়ু মামাল্লাপুরমে ঘরোয়া বৈঠকে বসছেন নরেন্দ্র মোদী।  ১৩০০ বছরের পুরনো এই শহরকেই বেছে নেওয়া হয়েছে  বৈঠকের স্থান হিসাবে। যার সঙ্গে যোগ রয়েছে চিনেরও। 

PREV
112
জিনপিং-কে  নিয়ে মোদীর মামাল্লাপুরম সফর, আপনিও ছুঁয়ে দেখুন ইতিহাসকে
আজ থেকে ১২০০-১৩০০ বছর আগে গড়ে ওঠে মামাল্লাপুরম।
212
ইতিহাসের মামাল্লাপুরম এখন বিখ্যাত মহাবলীপুরম হিসাবেই।
312
সপ্তম ও অষ্টম শতাব্দীতে গড়ে উঠেছিল মামাল্লাপুরম।
412
পল্লব রাজত্বে দক্ষিণ ভারতের অন্যতম প্রধান বন্দর ছিল মামাল্লাপুরম।
512
মামাল্লাপুরম বন্দর থেকেই চিনের সঙ্গে বাণিজ্য চলত।
612
হাজার বছর আগে মামাল্লাপুরম থেকেই এক তামিল রাজকুমার গিয়েছিলেন চিনে বৌদ্ধ ধর্মের প্রচারে।
712
ঘরোয়া বৈঠকের পাশাপাশি মোদী চিনা প্রেসিডেন্টকে মামাল্লাপুরমের তিনটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ ঘুরে দেখাবেন।
812
মন্দির চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেবেন দুজনে
912
প্রাচীনকালে চিনের সঙ্গে গড়ে ওঠা বাণিজ্যের নিদর্শন আজও পাওয়া যায় মামাল্লাপুরমের ভাস্কর্যে।
1012
ইউনেস্কোর হেরিটেজ শহরগুলির মধ্যে রয়েছে মামাল্লাপুরমের নামও।
1112
চলছে শহর পরিস্কার রাখতে সাফাই অভিযান।
1212
চিনা প্রেসিডেন্টের আগমন ঘরে কড়া নিরাপত্তা বেষ্টনী ইতিহাসের শহরে।
click me!

Recommended Stories