চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-কো নিয়ে তামিলনাড়ু মামাল্লাপুরমে ঘরোয়া বৈঠকে বসছেন নরেন্দ্র মোদী। ১৩০০ বছরের পুরনো এই শহরকেই বেছে নেওয়া হয়েছে বৈঠকের স্থান হিসাবে। যার সঙ্গে যোগ রয়েছে চিনেরও।
debojyoti AN | Published : Oct 11, 2019 12:51 PM / Updated: Oct 11 2019, 01:42 PM IST
আজ থেকে ১২০০-১৩০০ বছর আগে গড়ে ওঠে মামাল্লাপুরম।
ইতিহাসের মামাল্লাপুরম এখন বিখ্যাত মহাবলীপুরম হিসাবেই।
সপ্তম ও অষ্টম শতাব্দীতে গড়ে উঠেছিল মামাল্লাপুরম।
পল্লব রাজত্বে দক্ষিণ ভারতের অন্যতম প্রধান বন্দর ছিল মামাল্লাপুরম।
মামাল্লাপুরম বন্দর থেকেই চিনের সঙ্গে বাণিজ্য চলত।
হাজার বছর আগে মামাল্লাপুরম থেকেই এক তামিল রাজকুমার গিয়েছিলেন চিনে বৌদ্ধ ধর্মের প্রচারে।
ঘরোয়া বৈঠকের পাশাপাশি মোদী চিনা প্রেসিডেন্টকে মামাল্লাপুরমের তিনটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ ঘুরে দেখাবেন।
মন্দির চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেবেন দুজনে
প্রাচীনকালে চিনের সঙ্গে গড়ে ওঠা বাণিজ্যের নিদর্শন আজও পাওয়া যায় মামাল্লাপুরমের ভাস্কর্যে।
ইউনেস্কোর হেরিটেজ শহরগুলির মধ্যে রয়েছে মামাল্লাপুরমের নামও।
চলছে শহর পরিস্কার রাখতে সাফাই অভিযান।
চিনা প্রেসিডেন্টের আগমন ঘরে কড়া নিরাপত্তা বেষ্টনী ইতিহাসের শহরে।