দিনকয়েক আগেই রাম মন্দিরের নকশা প্রকাশ্যে আনা হয়। এরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এর প্রধান জানিয়েছিলেন, উচ্চতায় রাম মন্দির হবে ১৬১ ফিট এবং তাতে পাঁচটি গম্বুজ থাকবে। রাম মন্দির তৈরির ক্ষেত্রে আগে ২১২ টি পিলার থাকার কথা থাকলেও পরে সিদ্ধান্ত পালটে যায়। নতুন হিসেবে মন্দিরে পিলার থাকবে ৩৬০ টি। একইভাবে আগে মন্দিরটি উচ্চতায় ১৪১ ফিটের হওয়ার কথা থাকলেও পরে ঠিক হয় মন্দির হবে ১৬১ ফিটের। শুধু তাই নয়, মন্দির নির্মাণে অন্তত ৩০০ কোটি টাকা খরচ হবে বলে মনে করা হচ্ছে।