প্রবল বৃষ্টিতে বানভাসি মুম্বই, একঝলকে দেখে নিন শহরের বিভিন্ন এলাকার জলছবি
প্রবল বৃষ্টিতে কার্যত বানভাসি বাণিজ্যনগরী মুম্বই
শহরের অধিকাংশ এলাকায় কেবলই ভেসে আসছে জলছবি
বৃষ্টিতে ভাসল গোটা শহর
Indrani Mukherjee | Published : Aug 4, 2019 10:16 AM
মহারাষ্ট্রের নাগপাড়ায় জেজে হাসপাতালের সামনের রাস্তাটি কার্যত জলমগ্ন। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তায় জমে গিয়েছে জল। ব্যহত যান চলাচল।
একেই বৃষ্টি তার ওপর আবার অগ্নিকাণ্ড। আবদুল রহমান স্ট্রিটের নভরং বিল্ডিং-এ গতকাল বিকেলে লেগে যায় আগুন। বৃষ্টির মধ্যেই চলে অগ্নি নির্বাপনের কাজ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে খবর।
মহারাষ্ট্রের পালঘরে প্রবল বৃষ্টিপাতের কারণে সাধারণ মানুষের ঘরে জল ঢুকে গিয়েছে। মৌসম ভবন সূত্রে খবর আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বওয়ায় সম্ভাবনা রয়েছে।
প্রবল বৃষ্টিপাতের কারণে সান্তাক্রুজের মিলান সাবওয়েতে জমে গিয়েছে জল। গত ২৪ ঘণ্টা ধরে সান্টা ক্রুজে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। মাত্র একদিনের মধ্যেই সেখানে বৃষ্টিপাতের পরিমাণ ১৭৩ মিলিমিটার।
সিওনের একাধিক এলাকা বৃষ্টিপাতের কারণে কার্যত জলমগ্ন। এখনও অবিরাম বৃষ্টি পড়ছে সেখানে।
সড়কে যানজটের পাশাপাশি বিপর্যস্ত হয়েছে রেল চলাচলও। কল্যাণ রেলওয়ে স্টেশনে প্রবল বৃষ্টিপাতের কারণে জল জমে গিয়ে ব্যহত হচ্ছে রেল পরিবহন ব্যবস্থাও।