সোমবার থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। কিন্তু চলতি বছর মহামারির কারণে বাদ দেওয়া হয়েছে ঐতিহ্যবাহী সর্বদলীয় বৈঠক। সম্ভবত দুদশকের মধ্যে এই প্রথমবার বাদ দেওয়া হয়েছে বাদল অধিবেশন। তবে রবিবারই লোকসভা অধিবেশনের অ্যাজেন্ডা নির্ধারণ করতে বিজসেন অ্যাডভাইসারি কমিটির বৈঠক করেন। তবে বাদল অধিবেশনে উঠতে পারে লাদাখ প্রসঙ্গ। কারণ সীমান্ত উত্তাপ এতটাই বাড়েছে যে সংসদে তা এড়িয়ে যাওয়া সম্ভব হবে না সরকারের পক্ষে। অন্যদিনে অর্থনীতি ও অভিবাসী শ্রমিক উস্যুও উঠতে পারে অধিবেশনে। অন্যদিকে সভায় যোগ দেওয়ার জন্য রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু ইতিমধ্যেই করোনাভাইরাস পরীক্ষা করেছেন। করণ মহামারির সঙ্গে লড়াই করার জন্য রাজ্যসভা ও লোকসভার সাংসদ ও আধিকাকারিকদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।