করোনাভাইরাসের সংক্রমণ যখন প্রবলভাবে বেড়ে চলেছে তখনই আশার আলো দেখাল স্বাস্থ্য মন্ত্রক। রবিবার স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে ভারতে করোনাভাইরাস আক্রান্ত সুস্থ হয়ে যাওয়ার মানুষের সংখ্যা তাৎপর্যপূর্ণভাবে বেড়েছে। আর এই সাফল্যের পিছনে রয়েছে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়িয়ে দেওয়া আর তীব্র নজরদারী চালানে। স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানান হয়েছে দেশে সুস্থ হয়ে যাওয়ার মানুষের হার ৭৭.৭৭ শতাশ। রবিবার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা ৪৭ লক্ষ ছাড়িয়েছে। আর দেশে সুস্থ হওয়ার মানুষের সংখ্যা ৩৭ লক্ষেরও বেশি। যা নিয়ে রীতিমত আশাবাদী স্বাস্থ্য মন্ত্রক। করোনাভাইরাসের সংক্রমণ কমাতে ইতিমধ্যেই বাড়ানো হয়েছে নমুনা পরীক্ষা।