পুজোর মরশুমে করোনাসুরের দাপট, মোট সংক্রমণে অক্টোবরেই আমেরিকাকে ছাড়িয়ে যাচ্ছে ভারত

করোনায় বদলে গিয়েছে চেনা পৃথিবী। গোটা দেশে ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই দৈনিক সংক্রমণ নয়া রেকর্ড গড়ছে। এক মাসেরও বেশি সময় ধরে দৈনিক সংক্রমণে পৃথিবীর করোনা আক্রান্ত দেশগুলির মধ্যে শীর্ষে রয়েছে ভারত। এবার আরও এক আশঙ্কার খবর শোনালেন গবেষকরা। আগামী অক্টোবরেই বিশ্বের সবচেয়ে করোনা আক্রান্ত দেশ হয়ে উঠতে চলেছে ভারত।

Asianet News Bangla | Published : Sep 12, 2020 3:36 AM IST / Updated: Sep 12 2020, 09:09 AM IST
18
পুজোর মরশুমে করোনাসুরের দাপট, মোট সংক্রমণে অক্টোবরেই আমেরিকাকে ছাড়িয়ে যাচ্ছে  ভারত


আর মাস খানেকের অপেক্ষা। একবছর পর উমা আসছেন বাপের বাড়ি।  অন্যান্য বছরে এই সময়টায়  পুজোর প্রস্তুতি চলে জোড়কদমে। কিন্তু এবার সেই চেনা ছবি উধাও। সৌজন্যে অবশ্যই পৃথিবীব্যাপী অতিমারির আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস। আর সেই করোনার দাপটে আগামী অক্টোবর ভারতের করোনা পরিস্থিতি কী পর্যায়ে পৌঁছবে তা নিয়ে সম্প্রতি একটি রিপোর্ট দিয়েছে হায়দরাবাদের বিটস পিলানি।

28

হায়দরাবাদের বিটস পিলানির গবেষকদের দেওয়া সীমাক্ষার রিপোর্ট রীতিমত ভয় ধরাচ্ছে। মা দুর্গার আগমনকালে ভারত করোনা আক্রান্ত দেশ হিসাবে এক নম্বরে উঠে আসবে বলেই এই রিপোর্টে আশঙ্কা করা হয়েছে।

38

হায়দরাবাদের বিটস পিলানির সমীক্ষা বলছে পুজোর আগেই অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ভারতে আক্রান্ত হবেন মোট ৭০ লাখ মানুষ। ফলে এরপর দুর্গাপুজোর সময় মোট আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
 

48

করোনার জেরে আগামী দিনে বিশ্বের সমস্ত  রেকর্ড ভেঙে ভারত আমেরিকাকে ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা পিলানির বিশেষজ্ঞদের। তাঁদের দাবি, বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা নিয়ে তালিকার শীর্ষে সম্ভবত অক্টোবরেই পৌঁছবে ভারত।
 

58

অক্টোবর-নভেম্বরেই এদেশে উৎসবের মরশুম। দুর্গাপুজো, দশেরা, দীপাবলি, ছটপুজো একের পর এক উৎসব লেগে থাকবে আগামী ২ মাস।

68

এদিকে আমেরিকায় সেপ্টেম্বরের শুরুতেই করোনা আক্রান্তের সংখ্যা ৬০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা ২ লক্ষের পথে। তবে ধীরে ধীরে সেখানে সংক্রমণের গ্রাফ কমতে শুরু করেছে।
 

78

ভারতে ইতিমধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৪৬ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা ৭৭ হাজার পার করেছে। রেকর্ড গড়ে এবার এদেশে দৈনিক সংক্রমণ ১ লক্ষের পথে। 

88

এই পরিস্থিতিতে এবারের দুর্গাপুজো বাঙালির কাছে বড় চ্যালেঞ্জ।  একদিকে যেমন শাস্ত্র বিধি মেনে মায়ের আগমনের আচার অনুষ্ঠান করতে হবে, অন্যদিকে, তেমনই করোনার জেরে স্বাস্থ্যবিধিও মানতে হবে। সবমিলিয়ে করোনা পরিস্থিতির জেরে এবারের পুজো বাঙালির কাছে এক কঠিন পরীক্ষা নিয়ে আসছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos