সর্দার বল্লভভাই প্যাটেল। দ্যা আয়রন ম্যান অফ ইন্ডিয়া। আদৌও কি তাঁর সঠিক মূল্যায়ন করতে পেরেছে তাঁর মাতৃভূমি ভারত। হয়ত নয়। সর্দার প্যাটেলের কৃতিত্ব শুধু ৫৬২টি ছোট রাজ্যকে সংগঠিত করা বা স্বাধীনতা সংগ্রামে বিশেষ অবদান রাখার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তার বাইরে আরও অনেক কিছু পেতে পারত ভারত এই বীর সন্তানের থেকে, কিন্তু সর্দার প্যাটেল সেই স্বীকৃতি কি পেয়েছিলেন, গবেষকরা সেই প্রশ্নের জবাবে নঞর্থক উত্তরই দেন।