রাশিয়ার সঙ্গে এই নয়া জোটের পাশাপাশি, ভারত এই মুহূর্তে 'কোয়াড' জোট-এর বিষয়টিকেও আনুষ্ঠানিক রূপ দিতে চাইছে। ২০০৭ সালে জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে-র উদ্যোগে চিনা আগ্রাসনের মোকাবিলার লক্ষ্যেই ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়া-কে নিয়ে গঠিত হয়েছিল চারদেশিয় জোট কোয়াড। সরকারিভাবে এই জোট গঠিত না হলেও সদস্য দেশগুলি একত্রিতভাবে সামরিক মহড়া, কৌশলগত আদান-প্রদান করে থাকে। ভারতে সরাসরি চিনা আগ্রাসনের পর এই জোট আরও প্রয়োজনীয় হয়ে পড়েছে বলে মনে করেন সামরিক ও কৌশলগত বিশেষজ্ঞরা।