যে ভাবে দেশের সর্বত্র কোভিড-১৯ মহামারী বাড়ছে এবং ভারত বিশ্বের করোনা আক্রান্ত দেশের মধ্যে তৃতীয় স্থানে পৌঁছে গিয়েছে তাতে জরুরি ভিত্তিতে ভ্যাকসিনে স্বীকৃতি দেওয়া দরকার বলেই মনে করা হচ্ছে। আইসিএমআর-এর প্রধান বলরাম ভার্গব সম্প্রতি সাংসদদের সঙ্গে একটি বৈঠকে জরুরি স্বীকৃতির ভাবনার কথা জানিয়েছেন। এমনটাও জানা গিয়েছে যে, দেশেই তৈরি এবং উৎপাদিত কোনও ভ্যাকসিনকেই জরুরি স্বীকৃতি দেওয়া হতে পারে।