পর্যটকদের জন্য খুলে গেল ভূস্বর্গ কাশ্মীরের দরজা, তবে মেনে চলতে হবে এই শর্তগুলি

করোনা সংক্রমণ বাড়তে থাকায় ভারতের অনেক রাজ্যেই নতুন করে লকডাউন শুরু হচ্ছে৷ এর মধ্যেই দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলল পৃথিবীর ভূস্বর্গ।  আজ মঙ্গলবার ১৪ জুলাই থেকে পর্যায়ক্রমে পর্যটকদের জন্য খুলে গেল কাশ্মীর। তবে পর্যটকদের জন্য বেশ কয়েকটি শর্ত জারি করেছে স্থানীয় প্রশাসন।  শুধু আকাশপথেই এখন যাওয়া যাবে এই কেন্দ্রশাসিত অঞ্চলে। পর্যটকদের মানতে হবে বেশ কিছু বিধিনিষেধও।

Asianet News Bangla | Published : Jul 14, 2020 7:22 AM IST

19
পর্যটকদের জন্য খুলে গেল  ভূস্বর্গ কাশ্মীরের দরজা, তবে মেনে চলতে হবে এই শর্তগুলি

উত্তরাখণ্ড, হিমাচল, গোয়ার পর এবার পর্যটকদের জন্য দরজা খুলে দিল কাশ্মীরও। ১৪ জুলাই থেকে পর্যটন শুরু হল  জম্মু ও কাশ্মীরে। 

29

 তবে আপাতত শুধুমাত্র বিমানযোগেই যাওয়া যাবে ভূস্বর্গে। ট্রেনে বা সড়কপথে কাশ্মীরে ঢোকার রাস্তা এখনও বন্ধ রাখা হচ্ছে। 

39

 জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনেই জম্মু-কাশ্মীরে পর্যটকদের জন্য দরজা খুলছে। বিবৃতিতে বলা হয়েছে,  'জম্মু এবং কাশ্মীরে যাঁরা বাইরে থেকে আসতে চান, তাঁদের জন্য আংশিক ভাবে এখানকার দরজা খুলে দেওয়া হচ্ছে। যে সমস্ত পর্যটকরা বিমানযোগে আসবেন, শুধু তাঁরাই আপাতত এখানে আসতে পারবেন।'

49

তবে পর্যটকদের জন্য একগুচ্ছ শর্ত জারি করেছে জম্মু কাশ্মীর প্রশাসন৷  জম্মু কাশ্মীরে পৌঁছনোর আগে হোটেল বুকিংয়ের কনফার্মেশন থাকতে হবে৷ বিমানবন্দরে পৌঁছনোর পরই সেই প্রমাণ দেখাতে হবে প্রশাসনকে৷ 

59

যতদিন জম্মু কাশ্মীরে পর্যটকরা থাকবেন, ততদিনের বুকিং আগাম করে রাখতে হবে৷ এছাড়াও পর্যটকদের ফেরার কনফার্মড টিকিটও থাকতে হবে৷

69

জম্মু কাশ্মীরে পৌঁছনোর পরই বিমানবন্দরে পর্যটকদের আরটিপিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করা হবে৷ যতক্ষণ না করোনা পরীক্ষার ফল আসছে, ততক্ষণ হোটেলের ঘরেই থাকতে হবে পর্যটকদের। ফল নেগেটিভ এলে তবেই বাইরে ঘুরতে বেরোতে পারবেন তাঁরা

79

আপাতত কাশ্মীরে আসতে হলে পর্যটকদের করোনা নেগেটিভ সার্টিফিকেট প্রয়োজন হবে। এর পরেও কাশ্মীরে নেমে তাদের আবারও করোনা পরীক্ষা করা হবে। পজিটিভ পাওয়া গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হবে ।

89


জম্মু কাশ্মীরে পৌঁছনোর আগেই হোটেল বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে বেড়ানোর জন্য গাড়ির বুকিংও করে রাখতে হবে৷ এর জন্য জম্মু কাশ্মীর পর্যটন দফতরের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে৷ 

99

তবে ৬৫ বছরের উর্ধ্বে পর্যটকদের এখনই জম্মু কাশ্মীরে না আসারই পরামর্শ দেওয়া হয়েছে৷ গাইডলাইন না মানলে পর্যটকদের বিরুদ্ধেও বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নেওয়া হবে৷

Share this Photo Gallery
click me!
Recommended Photos