কোঝিকোড় বিমানবন্দরে মাঝে মাঝেই এইরকম বিপদের সম্ভাবনার কথার মাথায় রেখেই ভেঙে পড়া নকল বিমান নিয়ে 'মক ট্রায়াল' বা বিপদ মোকাবিলার মহড়া দেয়। দূরে দাঁড়িয়ে ফজলের মতো স্থানীয়রা তা বহুবার দেখেছেন। কিন্তু, বাস্তবটা একেবারেই অন্যরকম ছিল বলেই দাবি। ফজল বলেছেন, এই ঘটনা বুঝিয়ে দিয়েছে, যতি প্রস্তুতি নেওয়া হোক না কেন, রক্ত এবং মৃত্যুর বাস্তব পৃথিবীটা সম্পূর্ণ আলাদা।