আজ দিল্লি ঘিরছে মোট ৬টি ট্র্যাক্টর মিছিল, কোথায় কোথায় হবে কৃষকদের এই 'ঐতিহাসিক' কর্মসূচি

নয়াদিল্লির রাজপথে পালিত হচ্ছে ৭২তম প্রজাতন্ত্র দিবস। অন্যদিকে দিল্লিরই অন্যপ্রান্তে ট্র্য়াক্টর মিছিল করছেন কেন্দ্রের প্রবর্তিত কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদরত কৃষকরা। শুধু দিল্লির সিংঘু সীমান্তে গত দু'মাস ধরে যাঁরা অবস্থান করছেন তাঁরাই নন, এদিনের এই কর্মসূচিকে সফল করতে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মদ্যপ্রদেশ, রাজস্থান-এর মতো বিভিন্ন রাজ্য থেকে আরও বহু কৃষক এসেছেন। দিল্লি পুলিশ ব্যারিকেড তৈরি করে তাদের আটকাতে চেয়েছিল, কিন্তু, তিকরি সীমান্তে কৃষকরা ব্যারিকেড ভেঙে দিয়েছেন। দেকে নেওয়া যাক ঠিক কোন পথে হতে চলেছে কৃষকদের এই অভিনব শৃঙ্খলাহীন কুচকাওয়াজ - 

amartya lahiri | Published : Jan 26, 2021 4:55 AM IST

17
আজ দিল্লি ঘিরছে মোট ৬টি ট্র্যাক্টর মিছিল, কোথায় কোথায় হবে কৃষকদের এই 'ঐতিহাসিক' কর্মসূচি

কৃষকদের একটি মিছিল আসবে শাহজাহানপুর সীমান্ত দিয়ে। বাোয়াল হয়ে মানেশর পর্যন্ত যাবে, তারপর আবার একই রাস্তা দিয়ে ফিরে যাবে এই মিছিল।

 

27

তিকরি সীমান্ত, যেখানে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে ইতিমধ্য়েই দিল্লিতে ঢুকে পড়েছেন কৃষকরা, সেখানকার মিছিলটি যাবে নাঙলোই, বাপরোলা গ্রাম, নজফগড়, ঝারোদা সীমান্ত, রোহতক বাইপাস, আসোদা টোল প্লাজা হয়ে আবার তিকরি সীমান্ত দিয়ে বেরিয়ে যাবে।

 

37

সিংঘু সীমান্ত দিয়ে যে মিছিলটি শুরু হবে, সেটি যাবে এসজিটি নগর, ডিটিইউ শাবাদ, এসবি জেয়ারি, বারওয়ালা, বাোয়ানা টি পয়েন্ট, কাঞ্ঝাওয়ালা চক, কুতুবগড়, আউচন্ডি সীমান্ত, খারকোদা টোল প্লাজা, কেএমপি-জিটি রোড জংশন হয়ে আবার সিংঘু সীমান্তে ফিরে আসবে।

 

47

গাজিপুর সীমান্ত দিয়ে আরেকটি মিছিল শুরু হবে। সেটি অপ্সরা সীামান্ত, হাপুর রোড, আইএমএস কলেজ, লাল কুয়া, হয়ে আবার গাজিপুর সীমান্তে শেষ হবে।

 

57

মেওয়াট রুটের মিছিলটি শুরু হবে সুনহেদা জুরহেদা সীমান্ত থেকে। সেখান থেকে পুনহানা, পিঙ্গবন, বদকালি, নুহ, বিবিপুর চক, উতাওয়াদ মোড়, কোট, হয়ে আবার পুনহানা হয়ে সুনহেদা জুরহেদা সীমান্তে ফিরে আসবে।

 

67

শেষ ট্র্যাক্টর মিছিলটি দিল্লিতে ঢুকবে চিল্লা সীমান্ত দিয়ে। ক্রাউন প্লাজা রেড লাইট, হয়ে ডিএনডি ফ্লাইওয়ের লেফ্ট টার্ন, মেইন দাদরি রোডের লেফট টার্ন হয়ে দাদরি রোডে এসে পৌঁছবে। সেখান থেকে আবার চিল্লা বর্ডারে ফিরে যাবে মিছিলটি।

 

77

ভোটের সব খবর জানতে ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলার 'www.bangla.asianetnews.com' -এ।

Share this Photo Gallery
click me!
Recommended Photos