দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামেই তৈরি হচ্ছে অটল ট্যানেল। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই খুলে দেওয়া হবে এই ট্যালেনটি। এই ট্যানেল সংযোগের ফলে হিমাচল প্রদেশের মালালি থেকে লাদাখের লেহ-র দূরত্ব প্রায় ৪৬ কিলোমিটার কমে যায়। পূর্ব লাদাখ সীমান্তে চিনের সঙ্গে উত্তাপ বৃদ্ধি পাওয়ার কারণেই এই লে-মানালি হাইওয়ের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রায় ৮.৮ কিলোমিটার লম্বার এই ট্যানেলটি সমুদ্রপৃষ্ট থেকে ৩ হাজার মিটার উঁচুতে তৈরি করা হয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে সেনাবাহিনীর গতি ত্বরান্বিত করতে এই সুরঙ্গপথের গুরুত্ব অপরিসীম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। চলতি মাসে এই প্রকল্পটি পরিদর্শন করতে পারেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।