লাদাখ ও দখলিকৃত আকসাই চিনের ওপর চিনা সেনার বিমানগুলির তৎপরতাও রীতিমত চোখে পড়ার মত বাড়ে চলেছে। সেনা সূত্রে খবর পূর্ব লাদাখের ১৫৯৭ কিলোমিটার এলাকা জুড়ে রীতিমত অবস্থান করে রয়েছে চিনা সেনা। বেশ কয়েকটি এলাকায় সেনা সরিয়ে নেওয়া বা প্রভাব কমানোর কোনও লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে না।