অন্যদিকে লাদাখর সঙ্গে ১৫৯৭ কিলোমিটার বিস্তীর্ণ প্রকৃত নিয়ন্ত্রণ সীমা রেখা নিয়ে তিন মাস ধরে চলছে বিবাদ। এলএসির বেশ কয়েকটি বিতর্কিত এলাকা থেকে সেনা সরাতে অস্বীকার করেছে চিন। দোপসাং, প্যাংগং, আকসাই চিনসহ বেশ কয়েকটি এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করেছে লাল ফৌজ। আর সেই কারণেই সেইসব এলাকা থেকে পিছু হাঁটতে নারাজ ভারত।