ভারত তো বটেই, সেই সঙ্গে গোটা বিশ্বের নজর রয়েছে পুনের সেরাম ইনস্টিটিউটের দিকে। কারণ এই সংস্থাই বাতার পেয়েছে অক্সফোর্ড ও অ্যাস্ট্রোজেনেকার বিকাশ করা করোনাভাইরাসের টিকা তৈরির করার। বিশ্বের সর্ববৃহৎ টিকা প্রস্তুতকারক সংস্থাও সেরাম। তারই মালির মাত্র ৩৯ বছরের আদার পুনেওয়ালা।