বছরের শেষে এল বড় সাফল্য। প্রতি ঘন্টা ১৮০ কিলোমিটার গতিবেগে চলার পরীক্ষায় সফল হল নতুন নকশার ভিস্তাডোম কোচ। টুইট করে সেই কথা জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। রেলপথ মন্ত্রকের দাবি, এই ভিস্তাডোম কোচগুলি যাত্রীদের জন্য ট্রেন-ভ্রমণকে অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলবে, পাশাপাশি বাড়বে পর্যটনও। কিন্তু কী এই ভিস্তাডোম কোচ? ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক ভারতীয় রেলের নতুন অভিনব পরিষেবাটি সম্পর্কে -