যে এলাকা থেকে যুবককে আটক করে সিআরপিএফের জওয়ানরা সেখানে ২৪ ঘণ্টা কড়া নিরাপত্তা থাকে। লকডাউনের কারণে সেই মার্চ মাস থেকে বন্ধ সংসদের অধিবেশন। কিন্তু ঠিক কী কারণে যুবক সংসদের অত কাছাকাছি পৌঁছে গেল, তাদের সঙ্গে কার কার যোগ রয়েছে, সে সবই এখন জিজ্ঞাসাবাদ করে বের করতে চাইছেন গোয়েন্দারা।